মহৎ কাজের জন্য মানুষ অমর হয়ে থাকে

7

পটিয়া প্রতিনিধি

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ বলেছেন, যারা মহৎ কাজে অবদান রাখে তারা মানুষের কাছে সবসময় অমর হয়ে থাকে। সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন পটিয়া এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট ভবন নির্মাণে অবদান রাখায় তার প্রিয় বন্ধু বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ মহিউদ্দীন আনসার ডা. আফছারুল আমিনের নামে ভবনটির নামকরণ করে মরণোত্তর তাকে পুরস্কৃত করেছেন। যুগ যুগ ধরে বিদ্যালয়ের জন্য আফছারুল আমিন অমর হয়ে থাকবেন। মানুষ ভাল কাজ করলে সে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। জীবনের সর্বক্ষেত্রে ভাল কাজ করে অবদান রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। গত শনিবার চট্টগ্রামের পটিয়া ছৈয়দ আবদুন নূর (এস. এম. নূর) উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি শেখ হাসান আরিফ এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ মহিউদ্দীন আনসারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা ইসরাত জাহান এবং প্রাক্তন শিক্ষার্থী তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানীর পরিচালক প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাইল খান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, চট্টগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. লুৎফুল আহসান, বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ডাঃ কামরুন নেছা আফছার, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি মোঃ নাসির, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, হাবিব হাসনাত, সোহেল হাসনাত, শিহাব উল্লাহ আল মনসুর, সামশুল আলম, আবদুল মোমেন, মেঘনা গ্রুপের এমডি আবু তাহের প্রমুখ। প্রধান অতিথি এর আগে ডাঃ আফছাররুল আমিন ভবন ও শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।