মহানগর আ.লীগের ইউনিট সম্মেলন দলে ঐক্য থাকাটাই বেশি প্রয়োজন

7

 

ফিরিঙ্গী বাজারস্থ ব্রিজ ঘাট চত্ত্বরে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট সম্মেলনে প্রধান অতিথি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বলেন, দলের মধ্যে ঐক্য রাখাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের মধ্যে কোন ভুল-বিভ্রান্তি হলে তা সুযোগ নেবে প্রতিপক্ষ অপরাজনৈতিক শক্তি, এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ। তারমানে এই নয়, চিকিৎসা সেবার সুযোগ নিয়ে যুক্তরাজ্যে বসে দেশবিরোধী ষড়যন্ত্র চালাবে তাদেরকে কোনভাবেই ক্ষমা নেই। যেমনটি তারেক জিয়া নিজের মুছলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে শপথ নিয়েছিলেন, সে দÐপ্রাপ্ত আসামী ও দেশদ্রোহী। ফরম পূরণকালে সত্যতা ও সঠিকতা আমলে নিয়েই সদস্য অর্ন্তভুক্তি ও নবায়ন নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দদেরকে সর্তকতা অবলম্বন করতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের গ ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়। ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ করিম এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন স্বপন কুমার মজুমদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাই। বক্তব্য রাখেন আ.লীগ নেতা রায়হান ইউসুফ, মো. ফারুক আহমদ, হাফিজ উদ্দিন আনসারী, রেজা উল্লাহ খোকন, হাসান মুরাদ বিপ্লব। ২য় অধিবেশনে সম্মেলনে কণ্ঠভোটে মোহাম্মদ হোসেন সভাপতি ও মাসুদ করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি