মমতা দেয়াল পত্রিকা উৎসব

97

পিকেএসএফ এর সহায়তায় মমতার পরিচালনাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে চট্টগ্রাম মহানগরী ও উপজেলা পর্যায়ে দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গত ১০ মার্চ নগরীর হালিশহরস্থ মমতা কালচারাল ইনস্টিটিউটে ও ৯ মার্চ সোমবার আনোয়ারা উপজেলা মিলনায়তনে উক্ত উৎসব অনুষ্ঠিত হয়। কিশোর-কিশোরীর ভাবনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা এ প্রতিপাদ্যে দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা ও মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে দেয়াল পত্রিকা উৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আনোয়ারা উপজেলায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক উৎপল সেন। অপরদিকে মহানগরীতে অনুষ্ঠিত দেয়াল পত্রিকা উৎসবে কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমদ, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, বেতার চট্টগ্রামের এনাউন্সার ক্লাবের সভাপতি হাবিব রেজা করিম বাবলা। উপস্থিত ছিলেন মমতার পরিচালক ইকবাল আল মাহামুদ, সহকারী পরিচালক কামরুন নাহার পারভিন প্রমুখ। কিশোর-কিশোরীরা দেয়াল পত্রিকা উৎসবে মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে কেমন ভাবনা পোষন করতেন তা নিজেদের দেয়াল পত্রিকায় অঙ্কন, গদ্য ও পদ্য রচনার মাধ্যমে তুলে ধরে। উল্লেখ্য, কিশোর-কিশোরীদের সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ভার্চুয়াল আসক্তি হতে দূরে রেখে ক্রীড়ামূখী করনের লক্ষ্যে আনোয়ারা উপজেলা ও চট্টগ্রাম মহানগরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহায়তায় কাজ করে যাচ্ছে মমতা। বিজ্ঞপ্তি