মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন

52

পেকুয়া প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন জাতি। স্বাধীন ভাবে জনগণ যখন আওয়ামী লীগকে রায় দেয় তখন স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত হয়ে যায় দিশেহারা। বার বার বিএনপি নির্বাচনকে ভয় পায়। তাই তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।
গত ১৯ মে পেকুয়ার মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া-পেকুয়ার সাংগঠনিক ঠিম প্রধান রেজাউল করিম এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক খাইরুল এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম শহিদুল্লাহ। আশিক বিন জলিলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন, আবুল কাশেম, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, অর্থ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে মগনামা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম শহিদুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় শুরু হয় সম্মিলনের দ্বিতীয় অধিবেশন। ওইদিন গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরগণ সভাপতি, সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়। ভোট গননা শেষে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হন মগনামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মগনামা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোলতান মোহাম্মদ চৌধুরী রিপন।