ভূমিহীন পরিবারদের জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

11

 

প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত ২১ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সর্ব-প্রথম দেশের ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল অসহায় মানুষের পুনর্বাসনের উদ্যোগ গ্রহন করেছিলেন। সেই ধারাবহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রমগুলোর মধ্যে ১৯৯৭ সালে আশ্রয়ন নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রকল্প চালু করেন। যাহা ২০২০ সাল পর্যন্ত ৩ লক্ষ ২০ হাজার ৫২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। চন্দনাইশের হাশিমপুর এলাকায় সে প্রকল্পের অধীনে ৭০ পরিবারের জন্য ১ তলা বিশিষ্ট পাকাঘর নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন সেনাবাহিনী। যা আজ ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে একযোগে উদ্বোধনের পর ৭০ পরিবারের মাঝে এ সকল ঘর হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন। সে সাথে বরকল এলাকায় সরকারি খাস জমিতে মুজিববর্ষ উপলক্ষে ৫ পরিবারের মাঝে নির্মানাধীণ বসতঘর হস্তান্তর করা হবে। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে আরো ২৪ পরিবারের তালিকা ইতোমধ্যে জেলা প্রশাসক চট্টগ্রাম বরাবরে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।