ভুটান ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনে প্রথম ভারতীয় নৌপথ ব্যবহার

22

ভুটান থেকে পাথরবাহী একটি ভারতীয় জাহাজ ধুবরি থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের নারায়ণগঞ্জে এসে পৌঁছেছে। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো ভারতীয় নৌপথ ও ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন করা হচ্ছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ইন্দো-বাংলা প্রটোকল রুট ব্যবহার করে আসা প্রথম চালানটি গ্রহণ করেন ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ভুটানের রাষ্ট্রদূত সোনম টি. রাবগি এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।