বড়উঠানে দুস্থ পরিবারে বিবাহসামগ্রী প্রদান

16

কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলবি বাড়ি ‘সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নের হতদরিদ্র মো. মোরশেদুল আলম রাকিব ও মাতা জোসনা আকতারের কাছে বিবাহসামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান। এ পর্যন্ত ৩টি পরিবারের বিবাহের সম্পূর্ণ খরচ ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দা হোসনে আরা বেগম, ভাইস-চেয়ারাম্যান মো. গোলাম ফারুক, সচিব মো. রেজাউল হক খান, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক হাসান শহীদ চৌধুরী মিলন, আফরোজা শারমিন আমান, মো. মফিজুর রহমান চৌধুরী, মো. জামাল উদ্দিন। মোহাম্মদ মোকাম্মেল হক খান করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে অসহায় মানুষ পাশে দাঁড়াতে প্রতিটি এলাকায় বিত্তবানদের সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। হাসান শহীদ চৌধুরী মিলন বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ, রক্ত সংগ্রহ করে রোগীদের সহায়তা, গরীব-দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, রমজান মাসে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল আয়োজন করা, একজন মৃত মহিলা ও একজন মৃত পুরুষের দাফন-কাফনের সম্পূর্ণ খরচ বহন করা, এতিম অসহায় ছেলেদের বিনামূল্যে খতনা কার্যক্রম, এলাকায় বই, বিভিন্ন পাড়ায় ফুটবল ও ক্রিকেট ব্যাট ও অন্যান্য সামগ্রী বিতরণ, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে ঢেউটিন বিতরণ, বৃক্ষরোপণ সহ যাবতীয় দুর্যোগে অসহায়দের পাশে রয়েছে সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন। বিজ্ঞপ্তি