ব্যাটারীচালিত রিক্সা বন্ধ করার দাবী রিক্সা মালিক ও চালকদের

3

অবৈধ ব্যাটারীচালিত রিক্সা বন্ধসহ ৯ দফা দাবীতে চট্টগ্রাম মহাগরী রিক্সা মালিক পরিষদ ও চট্টগ্রাম মহানগরী রিক্সা চালিক ইউনিয়ন এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে ২১ নভেম্বর বিকাল ৩টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপদেষ্টা এম এ কাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ২০১৪-২০১৫ সাল থেকে ১-২টি করে বিশাল অংকের অবৈধ ব্যাটারীচালিত রিক্সা চলাচল করতে থাকলে এদের সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন বৈধ প্যাডেলচালিত রিক্সা চালক ও মালিকদের আয়ের পথ বন্ধ হওয়ার উপক্রমে হয়। ২০১৭ সালে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক পরিষদ হাইকোর্টের শরণাপন্ন হয়। বিচারপতি অবৈধ ব্যাটারীচালিত রিক্সা বন্ধের জন্য নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে ৯ দফা দাবিগুলো হলো-সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার ফলে অবৈধ ব্যাটারীচালিত রিক্সা প্রশাসন কর্তৃক বন্ধ করা, প্যাডেল চালিত রিক্সার খুচরা যন্ত্রাংশের মূল্য কমানো, প্যাডেলচালিত রিক্সার মালিকানা লাইসেন্স ও টিন প্লেট চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক দ্রæত সময়ে নবায়নের ব্যবস্থা করা এবং প্রতি প্লেটে বারকোড দেওয়া, চসিক কর্তৃক রিক্সা চালকদের বরাবরে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা, রিক্সা চালকদের সরকারি পরিত্যক্ত জমিতে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা, রিক্সা চালকদের চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, অবৈধ প্যাডেলচালিত রিক্সা বন্ধ করা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে টিসিবি কর্তৃক মাসিক ন্যায্যমূল্যে রিক্সা চালক ও মালিকদের খাদ্যসামগ্রী বিতরণ করা, চসিক পরিচালিত স্কুলগুলোতে রিক্সা চালক-মালিকদের ছেলে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার করার সুযোগ দেওয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিটু মহাজন, লায়ন মো. মুজিবুর রহমান, মো. মজিবুর রহমান, মো. নুরুল আলম জিকু, মোহাম্মদ সবুজ, মো. মোফাজ্জল আহমদ লেদু, মো. খুরশিদ কোম্পানী, মো. মিজানুর রহমান মোস্তফা, মো. তসলিম কোম্পানী, মো. আকতার হোসেন, মো. ইব্রাহিম, মো. আব্দুল হাকিম, মো. ইলিয়াস কোম্পানী, মো. সেকান্দর আলী, মো. আলাউদ্দিন কোম্পানী, মো. ইসরাফিল কোম্পানী, মো. মোখলেছুর রহমান, মো. ইমাম হোসেন রাজু, মো. বাদশা, মো. ইউসুফ, মো. ইউসুফ, মো. মঈন, মো. জসু, মো. হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি