বোয়ালখালী হাসপাতালকে আধুনিক করা হবে : মোছলেম উদ্দীন এমপি

25

চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শত দুর্যোগে আমি মানুষের পাশে ছিলাম, আমৃত্যু থাকতে চাই। করোনা আক্রান্ত হয়েও মানুষের জন্য কাজ করেছি।
হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করেছি। আমার সময়কালের মধ্যেই বোয়ালখালী হাসপাতালকে আধুনিক ও উন্নত করা হবে। এ সময় তিনি কালুরঘাট সেতু নিয়ে বলেন, কথা দিয়েছিলাম এক বছরের মধ্যে এ সেতু দৃশ্যমান করব। করোনায় সবকিছু থমকে দিয়েছে। গত ২ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্বলিত করোনা আইসোলেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম সেলিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, বেলাল হোসেন, কাজল দে, আবদুল মোনাফ, শামসুল আলম, শফিউল আজম শেফু, তছকির আহমদ, মো. শফিক, শফিউল আলম, জানে আলম, কাউন্সিলর শাহজাদা এসএম মিজানুর রহমান, ইমমাঈল হোসেন আবু, আবদুল মান্নান রানা প্রমুখ।