বোরোর সর্বোচ্চ ফলনেও মুখে হাসি নেই রাউজানের বকুলের

24

দীর্ঘদিন প্রবাস থেকে এসে প্রথমবারেরমত ৩২ একর বোরো জমিতে চাষাবাদ করে যেমন হয়েছেন ব্যক্তি পর্যায়ে রাউজান উপজেলায় সর্বোচ্চ ধান চাষি। এতে চাষাবাদে ব্যাপক ফলন হলেও মুখে হাসি নাই ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বকুল বড়ুয়ার। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে মানুষ ঘরে থাকায় চাষাবাদ করা বোরো ধান ঘরে তুলতে না পারায়, তার এমন হতাশায় ভোগছেন বকুল বড়ুয়া। গত রবিবার সকালে বকুল বড়ুয়ার সাথে কথা হয় এ প্রতিবেদকের সাথে। এতে তিনি ঘুরে ঘুরে দেখান তার বোরো ধানের চাষাবাদ। এতে তিনি করোনায় শ্রমিক সংকটের কথা বলে হতাশা ব্যক্ত করে বলেন, আমি প্রথমবারের মত এত বেশি ধান চাষ করে সাফল্যের মুখও দেখছি। কিন্তু জমিতে ধান দেখলেও ধান কাটা নিয়ে শংকায় আছি। এ নিয়ে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন বকুল বড়ুয়ার ধানা কাটা নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা থাকবে।