বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ স্মরণসভা

8

 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল গত ২১ অক্টোবর বায়েজিদ থানা মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নুরানী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ বায়েজিদ থানা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান নুর হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান ও সদস্য জয়নুদ্দিন জয়। বক্তব্য রাখেন সন্তান কমান্ড বায়েজিদ থানা কমিটির সদস্য শওকত মাহমুদ, শেখ সাদী বেলাল, বেলাল উদ্দিন ও রফিকুল ইসলাম খোকন ও মরহুমের সন্তান সোহরাব উদ্দিন। মুক্তিযোদ্ধা সংসদ বায়েজিদ থানা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল মুন্সী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সওদাগর, বীর মুক্তিযোদ্ধা ডেভিট ইউসুফসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিল পরিচালনা করেন নুরানী জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ মজুমদার মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর। মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো আন্দোলন-সংগ্রামে তাঁর সরব উপস্থিত ছিল সবসময়। বিজ্ঞপ্তি