বিলাইছড়ি বৌদ্ধ ভাবনা কেন্দ্রের সংবাদ সম্মেলন

44

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল (জেএসএস সন্তু গ্রূপ) সন্ত্রাসীরা বিলাইছড়ি বৌদ্ধ ভাবনা কেন্দ্রে আগুন দিয়েছে। গত সোমবার রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমনটি দাবি স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য রাখেন এ ভাবনা কেন্দ্রের দীপংকর ভান্তে। সংবাদ সম্মেলনে দীপংকর ভান্তের সাথে বৌদ্ধ ভাবনা কেন্দ্রের নেতৃবৃন্দ, ভাবনা কেন্দ্রের ভান্তেগণ, পূজারিসহ এ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ২০১৮ সাল হতে জেএসএস সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে যেন এ এলাকার বৌদ্ধ ভাবনা কেন্দ্রে পবৗদ্ধধর্মাবলম্ভী লোকজন আসতে না পারে। সন্ত্রাসী চায় ওখানে তাদের চাঁদা বাজির মহাউৎসব গড়ে তুলতে। তারা ওখানে বসে গোটা এলাকায় চাঁদাবাজি করার জন্য পায়তারা ও চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের মিশন বাস্তবায়ন হচ্ছেনা এই দীপংকর ভান্তের জন্য। তিনি বলেন, এ ভাবনা কেন্দ্রকে লক্ষ করে সন্ত্রাসীরা স্থানীয় অনেক লোকজন মেরে ফেলেছে আবার কাউকে কাউকে অপহরণ করে নিয়ে গিয়েছে।এসব ব্যাপারেও আমি বার বার প্রতিবাদ করে আসছি। প্রশাসনকে কতবার জানিয়েছি। সর্বশেষ জেএসএস সন্ত্রাসীরা গত ১৫ মে রাত সাড়ে ৯টায় বৌদ্ধ ভাবনা কেন্দ্রে অগ্নিসংযোগ করে গোটা বৌদ্ধ ভাবনা কেন্দ্রটি আগুনে পুড়িয়ে দেয়। এতে করে বৌদ্ধ ভাবনা কেন্দ্রের প্রায় ২ কোটি টাকার মত ক্ষতি সাধিত হয়। দীপংকর ভান্তে জাতির বিভেগ সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে জেএসএস সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহনের দাবি জানান। বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী বলেন, বৌদ্ধ ভাবনা কেন্দ্রে অগ্নিকান্ডে ঘটনায় বিলাইছড়ি বৌদ্ধ ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিদ্যা সাগর তঞ্চঙ্গা বাদী হয়ে থানায় এসে অঞ্জাতনামা ১৫-২০ বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিলাইছড়ি থানার মামলা নং-১,তারিখ ১৫ মে ২০২০।