বিজিসি ট্রাস্ট মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেন সেবা উদ্বোধন

6

 

চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সেবা দিতে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম বসানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
হাসপাতালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকতের (অব.) সভাপতিত্বে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফরীন আহমদ হাসনাইন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি উপাচার্য ড. এফ.এম আওরঙ্গজেব, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী সহ উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, কার্ডিওলজি বিভাগের ডা. আফতার-ই-দ্বীন চৌধুরী, সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. রওশন আক্তার, এনেসথেসিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুর আলম, আবাসিক সার্জন (সার্জারী) ডা. এস.এম বকতিয়ার শহীদ, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. অর্পন দেবনাথ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, বিজিসি ট্রাস্ট একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন, এজিএম (পিএন্ডএল) মো. মিজানুর রহমান, ম্যানেজার মো. এরশাদ হোসেন, ম্যানেজার (অপারেশন্স) আজিজুল হক ভূঁইয়া প্রমুখ। হাসপাতালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.) জানান, এ অক্সিজেন সিস্টেমটি চালু হওয়ায় রোগীরা আর অক্সিজেনের অভাবে কষ্ট পাবেন না। সময় মতো সব রোগীকে পর্যাপ্ত অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতালের প্রতিটা রোগীর শয্যার পাশে অক্সিজেনের সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে এখন থেকে রোগীরা সময়মতো নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পাবে। বর্তমানে করোনা আক্রান্ত, কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস ইউনিট ও অপারেশন থিয়েটার কমপ্লেক্স রোগীদের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহসহ সকল রোগীকে সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনা হয়েছে। অনুষ্ঠান শেষে সিভিল সার্জন সবাইকে নিয়ে করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস ইউনিট, অপারেশন থিয়েটার কমপ্লেক্স, বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।-চন্দনাইশ প্রতিনিধি