বিএনপি মিথ্যার রাজনীতি করে: কুজেন্দ্র ত্রিপুরা

10

দীঘিনালা প্রতিনিধি

শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, ‘বিএনপি মিথ্যার উপর ভর করে রাজনীতি করে। আমরা বলেছি, শান্তিচুক্তি হলে পাহাড়ে শান্তি ফিরে আসবে। কিন্তু তখন বিএনপি বলেছিলো, শান্তিচুক্তি হলে’ পাহাড়ে বসবাসরত বাঙালিরা সমতলে চলে যেতে হবে!’ মসজিদে উলু ধ্বনি বাজবে – তাহলে কাদের বক্তব্য সঠিক? আওয়ামী লীগের নাকি বিএনপির? অন্যদিকে বিএনপি বলেছিলো পদ্মাসেতু জোড়া তালির সেতু। পদ্মাসেতু ভেঙ্গে যাবে। তাহলে পদ্মাসেতু সেতু কী ভেঙ্গে গেছে? এসময় তিনি বলেন, বিএনপি সব সময় মিথ্যার উপর ভর করে রাজনীতি করে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দীঘিনালা উপজেলার কবাখালী জালালাবাদ জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া এবং দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমুখ। এর আগে কবাখালী মুসলিম পাড়া জামে মসজিদ ও নয় মাইল ত্রিপুরা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও মুকুন্দ নীলিমা ভোকেশনাল ইনস্টিটিউটের নতুন ভবন উদ্বোধন করেন।