বিএইচআরএফ মহাসচিবকে বার এসো’র ভবনে সংবর্ধনা

29

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর মহাসচিব নির্বাচিত হওয়ায় আইনবিদ, মানবাধিকার সংগঠক, কলামিস্ট ও সুশাসন কর্মী এডভোকেট জিয়া হাবীব আহসানকে সোমবার দুপুর ২টায় বার এসোসিয়েশন ভবনের ৮০নং চেম্বারে সংবর্ধনা দেওয়া হয়। মহাসচিবের সাফল্য কামনা করে বক্তব্য দেন এড. সুনীল কুমার সরকার, এড. সৈয়দ আনোয়ার হোসেন, এড. সৈয়দ মোহাম্মদ হারুন ও এড. এ এইচ এম জসিমউদদীন। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন মানবাধিকার কর্মী এড. মো. আবুল খায়ের, এড. প্রদীপ আইচ দিপু, এড. মো. সাইফুদ্দিন খালেদ, এড. মো. হাসান আলী, এড. সেলিনা হুদা, হাসান আল বান্না, কে এম শান্তনু চৌধুরী, এড. মো. বদরুল হাসান, এড. খুশনুদ রাইসা ঊশিকা, রিদুয়ানুল করিম নাভিল, এড. জিয়া উদ্দিন আরমান, এরশাদুল আলম, নজরুল হোসেন শুকরিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি