বিউবো ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রাম শাখার সভা

32

 

জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বিউবো ডিপ্রকৌস) চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক’ ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ২১ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিউবো ডিপ্রকৌস চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর আলম। বিউবো ডিপ্রকৌস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিউবো’র সদস্য (বিতরণ) প্রকৌশলী শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিউবো বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী দেওয়ান সাবিনা বানু, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী এ.কে.এম.এ হামিদ, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ফজলুর রহমান খান, বিউবো ডিপ্রকৌস’র কেন্দ্রীয় সভাপতি শেখ সাফায়েতুর রহমান। মুখ্য আলোচক হিসেবে মুল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত¡ বিভাগের অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী। সভায় আরো সংযুক্ত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় সহ-সভাপতি (চট্টগ্রাম অঞ্চল) প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন, বিউবো ডিপ্রকৌস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান, বিউবো ডিপ্রকৌসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী মো. রহিম উল্যাহ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহŸায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির, সদস্য সচিব প্রকৌশলী আলাউদ্দীন চৌধুরী প্রমুখ। এছাড়াও বৃহত্তর চট্টগ্রামে বিদ্যুৎ বিতরণ কাজে কর্মরত সদস্য প্রকৌশলীরাও সংযুক্ত ছিলেন। শেষে ১৫ ও ২১ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি