বাল্যবিবাহ বন্ধে শুধু আইন নয় দরকার জনসচেতনতা বৃদ্ধি

5

বান্দরবান প্রতিনিধি

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বান্দরবানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বান্দরবান সরকারি কলেজের হলরুমে বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অয়োজনে এবং বান্দরবান সরকারি কলেজের সহযোগিতায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকছুদুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. কায়েসুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক আতিয়া চৌধুরীসহ বান্দরবান সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং বাল্যবিবাহের কুফল এবং সমাজে এর প্রভাব সর্ম্পকে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পরামর্শ ও মতামত দেন অতিথিরা। এদিকে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ একজন নারীকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে দেয় না। একটি সুস্থ জাতি পেতে হলে দরকার একজন শিক্ষিত মা,শিক্ষিত মায়ের মাধ্যমেই সম্ভব একটি সুস্থ জাতি। জেলা প্রশাসক আরো বলেন, আমাদের জীবনে আধুনিকতা ও উন্নয়নের ছোঁয়া লাগলেও বাল্যবিবাহের প্রবণতা কমেনি। বাল্যবিবাহ বন্ধে শুধু আইন নয় দরকার জনসচেতনতা বৃদ্ধি। বাল্যবিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এসময় জেলা প্রশাসক সবাইকে বাল্য বিবাহকে না বলা এবং দেশ ও ভবিষ্যত প্রজন্মের উন্নয়নের জন্য বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সর্ম্পকে জ্ঞান অর্জনের অনুরোধ জানান।