বাবা দিবসে গর্বিত পিতাদের সংবর্ধনা দিলো চিটাগং ট্রাস্ট

10

দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এর উদ্যোগে বিশ্ব বাবা দিবস উপলক্ষে গর্বিত পিতাদের সংবর্ধনা, আলোচনা সভা, মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ১৯ জুন সন্ধ্যা ৬টায় নগরীর নন্দনকাননস্থ ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন এডেসান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও সিটিবি’র প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমদ আরিফ ইলাহী। প্রধান শিক্ষিকা মিশু ভট্টাচার্য্য ও প্রতিমা দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের মহাসচিব মাভৈঃ তারানাথ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সুভাষ চন্দ্র দাশ। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী ও অনুষ্ঠানের আহবায়ক নারায়ন চন্দ্র মজুমদার। শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অধ্যক্ষ অনুপ চক্রবর্ত্তী। অনুষ্ঠানে গর্বিত ২৭ জন বাবাকে সংবর্ধনা এবং বিভিন্ন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৭০ জন ও পঞ্চম শ্রেণির ৬৫ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। গর্বিত পিতারা হলেন- আব্দুল মান্নান ছৈয়াল, অধ্যাপক সুধীর রঞ্জন চৌধুরী, প্রয়াত সঙ্গীত শিল্পী প্রবাল চৌধুরী, আদিনাথ দে, রাখাল মল্লিক, প্রয়াত বাদল কুমার চক্রবর্তী, রতন কান্তি দে, প্রয়াত সুনীল চন্দ্র সাহা, নৃপেন্দ্র নাথ দেব, ব্রজ গোপাল সেন, প্রয়াত ননী গোপাল দে, রনজিত পাল, প্রয়াত অর্জুত চৌধুরী, দীপক মল্লিক, বিজয় কৃষ্ণ চৌধুরী, প্রভাত কুসুম ভৌমিক, প্রয়াত সমীর দাশ, ভবতোষ শীল, প্রয়াত শিবু শংকর দেব, রনজিত কুমার বিশ্বাস, প্রয়াত অজিত দত্ত, বিধান চৌধুরী, তরুন দাশগুপ্ত (ভানু), শম্ভু চক্রবর্তী, আশীষ চৌধুরী, প্রয়াত দুলাল দত্ত, প্রয়াত মনিন্দ্র বিজয় পাল। এছাড়াও তন্বী দাশকে কৃতিত্বের জন্য সংবর্ধনা দেয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সিটিবি কালচারাল স্কুলের প্রশিক্ষক তৃষা দাশ, শিক্ষার্থী অমৃতা মল্লিক, ঋত্তি¡ক পালিত, ইন্দ্রানি মল্লিক, শান্তা পাল, বীনা পাল, মেধা ধর, ¯েœহা মুহুরি, ঋষি পালিত, প্রতিমা দাশ, অনুসুয়া চৌধুরী, অবন্তি ও অয়ন্তি, পূর্না চৌধুরী, কাজল মজুমদার, শ্রাবণী দে, তৃষা দে, তন্বী দাশ, রনধীর দে, উচ্ছ¡াস সেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাবা হলেন বটবৃক্ষের ছায়া, বাবা মানে নির্ভরতা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাবা-মা দুজনই সন্তানকে লালনপালন করে বড় করে তোলেন। কারও দায়িত্ব কারও চেয়ে কম নয়। বক্তারা আরো বলেন, পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরম তপস্যা। সন্তানের প্রতি পিতার ভালোবাসা চিরকালের। মা দিবস বা বাবা দিবস তাদের চোখের সামনের পর্দাটি খুলে ফেলে পিতা-মাতার প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। বিজ্ঞপ্তি