বাঁশখালীর ঘটনায় দায়ীদের শাস্তি দাবি ঐক্য পরিষদের

20

বাঁশখালীর কালীপুরের দরিদ্র, অসহায় সুবল নাথের ঘর বিনা উস্কানিতে দুর্বৃত্তরা ভেঙে দেওয়ার পর খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে বসবাস করতে হচ্ছে তাদের। তাই যারা এই অপকর্মে জড়িত, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। গত ১৮ জুন বিকেল ৪টায় কালীপুর নাথপাড়ায় সুবল নাথের বাড়ির উঠানে আয়োজিত প্রতিবাদ সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রশাসনের এই দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, বাঁশখালী উপজেলা সভাপতি এডভোকেট অনুপম বিশ্বাস, সুভাষ চৌধুরী, শ্যামল দাশ, বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ডা. চন্দন দত্ত, এডভোকেট সুমন সরকার, শম্ভুনাথ সরকার, দীলিপ দত্ত, ছোটন গুহ, সজল তালুকদার, শিবশংকর দাশ, সঞ্জয় দে, ক্ষতিগ্রস্ত সুবল নাথ প্রমুখ। তারা আরো বলেন, জলদীতে ১৭ জুন নিহত কৃষ্ণমোহন রুদ্রের মৃত্যুর রহস্যও সহসা উদঘাটনপূর্বক হত্যাকারিকে আইনের আওতায় আনতে হবে। বিজ্ঞপ্তি