বাঁশখালীর এমপি’র শাস্তি দাবিতে সন্দ্বীপে মানববন্ধন

57

বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সন্দ্বীপ উপজেলা শাখা। ৬ সেপ্টেম্বর সন্দ্বীপ উপজেলা গেইটে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে সন্দ্বীপের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন। মুক্তিযোদ্ধার সন্তান রিয়াজুর রহমান চৌধুরী এর সঞ্চালনায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নেতা ইসমাঈল হোসেন মনি, মুক্তিযোদ্ধার সন্তান নুরনবী ভুট্টো, ডা. আব্দুস সালাম, মো. সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ওপর বাঁশখালীর এমপির নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা চরম ন্যাক্কারজনক ঘটনা ও একটি কলংকিত ইতিহাস। এতে তার রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। কোনও প্রকৃত আওয়ামীলীগের কর্মী মুক্তিযোদ্ধা বা তার সন্তানদের ওপর হামলাতো দূরের কথা, কোনভাবে অবমাননা বা অপদস্ত করার চিন্তা মাথায় আনতে পারে না। এই বাংলার স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এ সময়ে সকল অনিয়ম থেকে মুক্তি দিতে পারেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই এমপিকে সরকারি সকল দায়িত্ব ও রাজনৈতিক অঙ্গন থেকে বহিঃস্কারের দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে এমপি মোস্তাফিজুর রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।-সন্দ্বীপ প্রতিনিধি