বাঁশখালীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

44

বাঁশখালী উপজেলাস্থ গুণাগরী কাজিম চৌধুরী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক কামাল মোস্তফা চৌধুরীর বাড়িতে গত ৫ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে বিভিন্ন গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, আনিছুজ্জমান খান চেয়ারম্যান, চাঁদনী ও পাকিজা গ্রুপ অব ইন্ডাস্টিজের এর ব্যবস্থাপনা পরিচালক তাজমীম মোস্তফা চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,সরকারের পাশা-পাশি বেসরকারি ব্যাংকসমূহ তাদের সমাজিক দ্বায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকে। এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক অন্যতম। ব্যাংকের শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। এ উদ্যোগের কারণে বাঁশখালীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করায় ব্যাংক এর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক কামাল মোস্তফা চৌধুরীকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কামাল মোস্তফা চৌধুরী বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় এই এলাকায়ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হাসান। খবর বিজ্ঞপ্তির