বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিত বিষয়ক কর্মশালা

78

বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিত বিষয়ক এক কর্মশালা হাটহাজারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মন্ড ও কাগজ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজী বিশ্বাস। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী আফিসার মোহাম্মদ রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষেদর ভাইস চেয়ারম্যান যথাক্রমে নুরুল আলম বাশেক ও মুক্তার বেগম মুক্তা। কর্মশালা সমন্বয়ক ও বিএফআরই এর প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের সদস্য সচিব এম জহিরুল আলম এর সঞ্চালনায় প্রযুক্তি সমূহ উপস্থাপন করেন বন গবেষণা ইনস্টিটিউট এর বিভাগীয় কর্মকর্তা মো. আনিসুর রহমান, মন্ড ও কাগজ বিভাগের রিসার্চ অফিসার নাজমা বেগম। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিটের আহবায়ক মো. আনিসুর রহমান। কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদফতর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর বিআরডিবি, সমবায় অধিদফতর, যুব উন্নয়ন, সাংবাদিক, ইউপি চেয়ারম্যানগণ, স্থানীয় শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারী, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা। উক্ত কর্মশালার মাধ্যমে হাটহাজারীতে বন বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ প্রযুক্তিসমূহ সম্প্রসারিত হবে বলে আশা করা হয়।