বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নই ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া

37

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্টাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াছ কাঞ্চন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নই ছিল এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের আগে সচেতন হয়ে নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হবে। কারন ডিসেম্বর মাসে আমরা বিজয় অর্জন করেছিলাম, আমাদের আরেকটি বিজয় দরকার, সেটি হলো সড়কে অহেতুক দুর্ঘটনায় প্রাণ দেয়া বন্ধ। পিচঢালা পথ রক্ত রঞ্জিত থেকে আমাদের উদ্ধার হতে হবে। ইরাকে, সিরিয়ার যুদ্ধে যে পরিমাণ মানুষ মারা গেছে, তার চেয়েও বেশি মানুষ এদেশে প্রতিবছর দুর্ঘটনায় মারা যাচ্ছে। প্রতিবছর দুর্ঘটনায় ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। এ ৪০ হাজার কোটি টাকা রক্ষা করতে পারলে, পদ্মা সেতুর মতো আরো বেশি সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল আরো বেশি নির্মাণ করা যেতো। তিনি বলেন অনেকে মনে করেন সড়ক দুর্ঘটনা আল্লাহ ঘটান বা ভাগ্যের লিখন। আসলে সৃষ্টি কথা বলেছেন, ভাগ্য দুই প্রকার। একটা হলো নির্ধারিত। আরেকটি হলো তুমি যা করবে তার ফল ভোগ করতে হবে। সড়কে গাড়ি চালাতে গিয়ে যদি ট্রেনিং না থাকে, আইন না মানেন তাহলে দুর্ঘটনাতো ঘটবেই। তিনি বলেন, বর্তমান সরকার দুর্ঘটনারোধে আইন করেছে। কিন্তু এসডিজি অর্জন করতে হলে আমাদেরকে দুঘর্টনা শূণ্যের কোটায় নিয়ে আসতে হবে। তিনি গত রবিবার রাত ৮টার সময় রাউজান উপজেলা মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিজয় মেলা উদ্যাপন পরিষদের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সচিব, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কলামিস্ট, একাত্ত ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক সাংবাদিক শওকত বাঙ্গালী। বিশেষ অতিতি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কেপায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা শাহ আলম চৌধুরী, নিরাপদ সড়ক চাই পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংঠনিক সম্পাদক আজাদ হোসেন, স্লোগান পত্রিকার সম্পাদক জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, অধ্যাপক সেলিম নেওয়াজ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আলহাজ নুরুল আমিন, এস.এম লিটন, দিপলু দে দিপু, ভানু দে, আবু ছালেক, সাইদুল ইসলাম, আরমান সিকদার, ফয়সাল মাহামুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের বর্ষপূর্তি উপলক্ষে কম্বল বিতরণ করেন।