বঙ্গবন্ধুর আদর্শ থেকে রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহবান

8

মোটর চালক লীগ দক্ষিণ জেলা শাখা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী মোটর চালক লীগ দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্প্রতি সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা মোটর চালক লীগের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে ও সাতকানিয়া পৌরসভা মোটর চালক লীগের সভাপতি মুহাম্মদ ওয়াহিদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাছনী। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন দক্ষিণ জেলা মোটর চালকলীগের সাধারণ সম্পাদক মো. রফিক ওমর, সহ-সভাপতি মো. মাহাবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি এরফানুল করিম চৌধুরী, মোটর চালকলীগের কেন্দ্রী কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা মোটর চালকলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে থেকে রাজনীতিকদের শিক্ষা নেওয়ার আহবান জানান।

হাটহাজারীর মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়:
হাটহাজারী উপজেলার মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত উল্লাহ মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাশেদুল আলম। সিনিয়র শিক্ষক ফয়েজ উল্যাহ শাহের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য গোলাম মোস্তফা, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জসিম উদ্দিন চৌধুরী, শেখ মোহাম্মদ ইউসুফ, নুরুল আলম, আবুল কাশেম, পলি রানী, শিক্ষক আবু সাঈদ, শের আফগান ইসলাম, শিক্ষক সালাউদ্দিন মিছবাহ, ডা. মোহাম্মদ ওমর ফারুক, আবদুর রশিদ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে মোট ২৭ জন প্রতিযোগির (প্রথম, দ্বিতীয় ও তৃতীয়) হাতে পুরস্কার তুলে দেন।