‘বঙ্গবন্ধুর অক্ষয় নাম লেখা রবে বিশ্বের মুক্তির নব ইতিহাসে’

14

সেক্টর কমান্ডারস ফোরাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ চট্টগ্রাম জেলা ও মহানগরের উদ্যোগে ১৬ মার্চ বিকেলে নগরের লালদীঘি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শত বেলুন উড়ানো ও প্রজন্মের হাতে জাতীয় পতাকা তুলে দেয়া সহ বর্ণিল আয়োজনে জন্মোৎসব আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ‍্যাপক ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. মঈনুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, ইঞ্জিনিয়ার এম এ রশীদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য দেন সেলিম চৌধুরী, গৌরী শংকর চৌধুরী, বাদশা মিয়া, এডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার খুশী, পংকজ বিশ্বাস, ডা.ফজলুল হক সিদ্দিকী, পংকজ রায়, শফিকুর রহমান, রঞ্জন দাশগুপ্ত, ফারজানা মিলা, রাজীব চন্দ, শিলা চৌধুরী, কোহিনুর আকতার, নবী হোসেন সালাউদ্দিন, মোস্তাফিজ বিপ্লব প্রমুখ। সভায় ড.অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। শেখ মুজিব মানেই বাংলাদেশ। সমকালীন বিশ্বের মুক্তিকামী মানুষের শ্লোগানের নাম শেখ মুজিব। কালজয়ী রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের অক্ষয় নাম যুগ যুগান্তরে লেখা রবে বিশ্বজনীন মুক্তির নব ইতিহাসে।

আওয়ামী পরিবার চট্টগ্রাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী পরিবার চট্টগ্রাম এর উদ্যোগে নগরীর দামপাড়াস্থ জহুর আহমেদ চৌধুরী টাওয়ারে আলোচনা সভা ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চমহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সফর আলী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু সিএনসি স্পেশাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ আবসার উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল ইসলাম, দীপক ভট্টাচার্য্য, নুরুল আমিন মানিক, আবু মোহাম্মদ রাশেদ চৌধুরী, মাস্টার জসীম উদ্দিন, রতœাকর দাশ টুনু, দিলীপ কান্তি রুদ্র, প্রকাশ জৈন, ওমর ফারুক, এড. উজ্জ্বল দাশ, সাধন দাশ, মোহাম্মদ ইউনুস, প্রদীপ সর্দার, সুফি দিদারুল আলম, মোস্তাকিম রাসেল, আফজাল হোসেন আজু, আব্দুর নুর আইয়ুব, তাপস দাশ, শাওন দাশ বাপ্পু, সৌরভ দেওয়ানজী। শেষে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন উপলক্ষে দুই দিনের কর্মসূচির ১ম দিনে ১৬ মার্চ বাদে আসর আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপস্থিত ছিলেন এড. মির্জা কছির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর, খোরশেদ আলম, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, চেয়ারম্যান নাসির আহমদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ ফারুক, সৈয়দ নুরুল আবছার, সুরেশ দাশ, মাস্টার সিরাজুল ইসলাম, জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমদ, নঈমুল হক পারভেজ, আবদুস সবুর, আবদুল মোনাফ প্রমুখ। খতমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মৌলানা ফজলুল কাদের।

সিআইইউ
গান, আলোচনা সভা ও বইমেলা আয়োজনের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) উদযাপিত হয়েছে বাঙালির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী। বৃহস্পতিবার সকালে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে বিশ^বিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি আয়োজন করে এই অনুষ্ঠানের। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান সূচির শুরুতেই ছিল বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা। এতে সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান এবং বাংলাদেশ প্রতিষ্ঠায় তার ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহব্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শিক্ষা ও গবেষণা সেক্টরকে এগিয়ে নেওয়ার কথা জানান। প্রশাসন শাখার পরিচালক কুমার দোয়েল দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে তারুণ্যের অনুভূতি ব্যক্ত করেন দুই কৃতী ছাত্রী সাবিহা সালাম ও জিনান সারওয়ার।
সাংস্কৃতিক পর্বে গান গেয়ে হাততালি কুড়ান ইফতি, সাকিবুল, শ্রেয়াসহ অনেকে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও সিআইইউর বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সিআইটিএস পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী
বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এবিএম মহিউদ্দিন চৌধুরী শিক্ষাবৃত্তি ফাউন্ডশের উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবলীগের সদ্য সাবেক সদস্য ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে ওয়ার্ডের ৪টি বিদ্যালয়ের ৪০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা বেতনে অধ্যয়নের জন্য ১ম পর্যায়ে ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলে ১০ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ প্রদান। এ সময় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষিকা মেরিনা জাহান, ওয়ার্ড সচিব আব্দুল হালিম, রাজেস বড়ুয়া, সৌমেন বড়ুয়া, মো. রেজাউল করিম রিটন, কামরুল হাসান শিবলু, মোমিনুল হক, মহিম আজম প্রমুখ।

রিডার্স স্কুল এন্ড কলেজ
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রিডার্স স্কুল এন্ড কলেজ অক্সিজেন ক্যাম্পাসের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান শিক্ষাবিদ মঈনুদ্দীন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, অক্সিজেন ক্যাম্পাসের অধ্যক্ষ আব্দুল্লাহ ওমর ফারুক, জাহাঙ্গীর হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। র‌্যালি বিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ প্রদক্ষিণ করে অক্সিজেন মোড় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি