ফুলের প্রতি এ কেমন ভালোবাসা !

64

দিনটি ছিল শুক্রবার। ঘড়িতে সময় তখন সকাল ১০ বেজে ৩ নিমিট। এ সময় হাটহাজারী উপজেলা পরিষদ কমপ্লেক্সের দুই তলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য টবে লাগানো ফুলের গাছ চুরি করে নিয়ে যায় এক হিন্দু মহিলা। গত ২৩ নভেম্বর ফুলের টবে লাগানো ফুলের গাছ দেখতে না পেয়ে ইউএনও মো. রুহুল আমিনের অফিসে রক্ষিত সিসি টিভিতে ক্যামরার (ক্যাম ৫) ফুটেজ ধরা পরে এমন দৃশ্য। ওই দৃশ্য পর্যালোচনা করে দেখা গেছে ওই মহিলা অভাবে নয়, হতে পারেন স্বভাবে চোর। এ ঘটনার ভিডিও ফুটেজটি রবিবার ৪টা ৫৩ মিনিটে ইউএনও তাঁর ফেসবুক ওয়ালে আপলোড করে। সেখানে নানা শ্রেণি- শোর ফেসবুক ইউজাররা হরেক রকমের বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বিবাহিত হিন্দু ভদ্র মহিলা উপজেলা ইউএনও অফিসের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য টবে লাগানো ফুলের গাছ বাজারের ব্যাগ ভরে চুরি করে নিয়ে যাচ্ছে। এর আগে তিনি (হিন্দু মহিলা) ইউএনও কার্যালয়ের উপরে তৃতীয় তলার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে দেখা গেছে। এ সময় উপজেলা শিক্ষা অফিস খোলা ছিল। যা দেখে সকলেই হতভম্ব। সকলের একটাই প্রশ্ন পুলের প্রতি এ কেমন ভালোবাসা। যার জন্য ইউএরও অফিস থেকে ফুলের গাছ চুরি করতে হবে। এ ঘাটনার ব্যাপারে ইউএনও রুহুল আমিন এর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, এক মিনিটেরও কম সময়ে আমার দুইটা ফুল গাছ চুরি হয়ে গেলো। ভিডিও’র ভদ্রমহিলা ঠিক কি কারণে আমার অফিসের জন্য সদ্য কিনে আনা ফুলের টবে লাগানো গাছ দুটি চুরি করে নিলেন কে জানে? গত রবিবার সকালে অফিসে গিয়ে খুবই হতাশ হয়েছি। আমার কাছের মানুষজন অবশ্য আমাকে সান্তনা দিয়ে বলেছেন, আপনার অফিসে চুরি তো করে নাই, অল্পের উপর দিয়ে গেছে। শুক্রবার উপজেলা শিক্ষা অফিস খোলা ছিল। সেখানে লোকজন ছিলো অনেক। আপনারা কেউ কি উনাকে চিনেন? চিনলে আমাকে জানাবেন।