ফটিকছড়িতে বিএফআরআই’র প্রযুক্তি পরিচিতি কর্মশালা নাজিরহাট প্রতিনিধি

16

‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট(বিএফআরআই) কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ কর্মশালা উপজেলা পরিষদের শহীদ জহিরুল হক হলে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিএফআরআই’র মন্ড ও কাগজ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন বিএফআরআই’র কর্মশালার আহবায়ক ও বন গবেষণা প্রশিক্ষক আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, উন্নত গবেষণা ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। উদ্যোগ না নিলে দক্ষ জনশক্তি পড়ে তোলা সম্ভব নয়। তিনি আরো বলেন, ফটিকছড়িতে অনেক পাহাড়ি সম্পদ রয়েছে। দক্ষ জনশক্তি গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই। বিএফআরআই’র মন্ড ও কাগজ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাস বলেন, বিএফআরআই নিজস্ব উদ্যোগে বিভিন্ন উপজেলায় কর্মশালা অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে নতুন উদ্ভাবন তুলে ধরতে চাই। কর্মশালার শুরুতেই বিএফআরআই’র গবেষণামূলক সচিত্র প্রতিবেদন প্রদর্শন করা হয়।