প্রশ্নপত্র ফাঁসরোধে অভিভাবকদেরকেই এগিয়ে আসতে হবে

29

উদীয়মান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অধ্যয়ন ও ধারণ করে জ্ঞান,শৃংখলা এবং স্বেচ্ছাসেবার আদর্শে উজ্জিবীত হয়ে সমৃদ্ধদেশ গঠনে এগিয়ে আসতে হবে। বিগত ২ এপ্রিল নাজিরহাট কলেজে বিএনসিসি’র গার্ড অব অনার পরিদর্শন শেষে নবনির্মিত বি এন সি সি গেইট উদ্বোধন করতে গিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষাবন্ধব সরকার। শিক্ষার ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধে অভিভাবকদেরকেই এগিয়ে আসতে হবে, কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি একথা বলেন। এ সময় হাটহাজারী সংসদীয় এলাকা থেকে ষষ্ঠ বারের মত এমপি নির্বাচিত হওয়ায় তাঁকে শিক্ষক- কর্মচারি পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অধ্যক্ষ এস এম নূরুল হুদা। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম. কলেজের অর্থ ও উন্নয়ন কমিটির সভাপতি নাদের খাঁন, আকবর হায়দার চৌধূরী, ডা. মো. নিজাম মোর্শেদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান খান, সাংবাদিক মোহাম্মদ ইউনুস মিঞা, ডা. এ এইচ এস রাশেদুল আলম, মো. আলমগীর মিঞা (বি.এসসি), মোহাম্মদ দিদারুল আলম, ডা. শাহাবুদ্দীন আহমদ এবং কলেজের শিক্ষক-কর্মচারিবৃন্দ।
এরপর কলেজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জার ইউনিট, রোভার-ইন গার্ল ও রেডক্রিসেন্ট দল স্ব-স্ব দল-প্রধানের নেতৃত্বে সভাপতি মহোদয়কে অভ্যর্থনা জানান। বিজ্ঞপ্তি