প্রবর্তক সংঘ চট্টগ্রাম’র কার্যকরী কমিটির সভা

210

 

প্রবর্তক সংঘ (বাংলাদেশ) চট্টগ্রাম কার্যকরী কমিটির মতবিনিময় সভা ১৩ আগস্ট সকালে মাস্টার দা সূর্যসেন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজীবন সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রবর্তক সংঘের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী। সভায় ইসকনের সাথে চলমান বিরোধ নিয়ে প্রবর্তক পরিচালনা পরিষদের গৃহিত বিভিন্ন পদক্ষেপসমূহ অনুমোদিত হয় এবং প্রবর্তক-ইসকন যৌথচুক্তি উভয় পক্ষ মেনে চলার ওপর জোর দাবি জানানো হয়। ইসকন কর্তৃপক্ষ প্রবর্তকবিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ার যৌথ চুক্তি বাতিল করার আইনী পদক্ষেপ জোরদারেরও দাবি জানানো হয়। এছাড়া প্রবর্তক-ইসকন বিরোধ নিরসনে সরকারের বিভিন্ন স্তরের প্রশাসনিক দপ্তর থেকে যে উদ্যোগ ও সহযোগিতা করা হচ্ছে তার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।
প্রবর্তক সংঘের সহ-সভাপতি অধ্যাপক রনজিত কুমার দে এর সঞ্চালনায় বক্তব্য দেন সংঘের কোষাধ্যক্ষ ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, সদস্য অ্যাড. স্বভূ প্রসাদ বিশ্বাস, ইন্দু নন্দন দত্ত, অধ্যাপক রনজিত কুমার ধর, অ্যাড. অমর প্রসাদ ধর, রূপক ভট্টাচার্য্য, চন্দন ধর, সংঘের আজীবন সদস্য অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, সজীব সিংহ রুবেল, অধ্যাপক সুজন বিশ্বাস, প্রফেসর ড. রনজিত চৌধুরী, শ্যামল পালিত, প্রকৌশলী পরিমল চৌধুরী, উত্তম কুমার বিশ্বাস, ক্যাপ্টেন রঞ্জন চৌধুরী, ডা. অধীর দাশ, দিলীপ মজুমদার, তাপস হোড় প্রমুখ। শুরুতে প্রবর্তক অনাথালয়ের শিক্ষার্থীরা গীতাপাঠ, ত্রিপিটক পাঠ ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি