প্রফেসর ফজলুল হকের ৭০তম জন্মদিন আজ

60

আজ সোমবার মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষাবিদ, গবেষক ও লেখক প্রফেসর ফজলুল হকের ৭০তম জন্মদিন। ১৯৪৯ সালের ৭ সেপ্টেম্বর তিনি হালিশহরে জন্মগ্রহণ করেন। তাঁর এই দীর্ঘ জীবনের প্রথমভাগ কেটেছে যৌথ পরিবারে। ছাত্রজীবন থেকেই ছিলেন মেধাবী। ১৯৬৫ সালে এসএসসি পাশ করে চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হয়েই সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। তাঁর নিকটআত্মীয় চট্টলবীর এম এ আজিজের হাত ধরেই পড়া-লেখার পাশাপাশি রাজনীতিতে পা রাখেন তিনি। তৎসময়ের প্রখ্যাত ছাত্রনেতা আবু ছালেহ, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম চৌধুরী, লোকমানুল মাহমুদ, মোখতার আহমদ, ফেরদৌস আহমদ কোরেশী, সাবের আহমদ আসগরী, শায়েস্তা খান, এস এম ইউসুফসহ অনেকের সংস্পর্শ লাভ করেন তিনি। ১৯৬৫ সালে ডবলমুরিং থানা আঞ্চলিক ছাত্রলীগ কমিটির সভাপতি নির্বাচিত হন। তারপর কমার্স কলেজ ছাত্রলীগের সেক্রেটারি হন। পরবর্তীতে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ৬ দফা আন্দোলনে তাঁদেরই নেতৃত্বে কমার্স কলেজ ও হোস্টেল হয়ে ওঠে আন্দোলন সংগ্রামের দুর্গ। বঙ্গবন্ধু চট্টগ্রাম সফরে আসলে কমার্স কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আগ্রাবাদের বাদামতলীতে সংবর্ধিত করেছিলেন তিনি ও তাঁর সাথীরা। ১৯৭১ এর ২৫ মার্চ ফজলুল হক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে। একসময় ফজলুল হক শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। তিনি বিভিন্ন সরকারি কলেজ, সিটি কর্পোরেশন পরিচালিত কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে শিক্ষকতা ও অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি ক্রমান্বয়ে হয়ে উঠেন একজন ক্ষুরধার লেখক। জন্মদিন উদ্যাপন কমিটির পক্ষ থেকে আজ রাতে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি