প্রধানমন্ত্রীর উপহারের চাল পেলো ৮নং ওয়ার্ডের কর্মহীন মানুষ

12

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের বিধিনিষেধের মধ্যে কাজ হারিয়ে সঙ্কটে পড়া নিম্ন আয়ের লোকজনকে সহায়তার লক্ষ্যে ৩ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে প্রমাণ করলেন এই সরকার গরীব-দুখীবান্ধব সরকার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক এই আপদকালীন সময়ে সরকারের মহৎ মানবিক উদ্যোগকে তৃণমূল পর্যায়ের কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে একজন প্রতিনিধি হিসেবে স্বচ্ছতার নিরিখে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর। বিগত দিনগুলোর মতোই আগামী দিনেও সাধারণ মানুষের পাশেই থাকবো।
গতকাল শনিবার সকালে বাদুরতলাস্থ ক্রিয়েটিভ পার্কে চসিক ৮নং শুলকবহর ওয়ার্ডের কর্মহীন, অসহায়-দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণকালে কাউন্সিলর মোরশেদ আলম এসব কথা বলেন।
এসময় ওয়ার্ডের ৩৬০ পরিবারের মাঝে ১০ কেজি হারে মোট ৩৬০০ কেজি চাল বিতরণ করা হয়। এর আগে শুলকবহর ইউনিট আওয়ামীলীগের সভাপতি আকতার ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, পাঁচলাইশ থানা আওয়ামীলীগ নেতা শাহজাহান সূফী, আবু তাহের, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম, আরকান হাউজিং সোসাইটির সভাপতি অধ্যাপক এস এম ওয়াজেদ, বহদ্দারহাট বাদুরতলা ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল আলম, আরকান হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ মুন্না, যুবলীগ নেতা মো. সায়েম, সাইফুল মান্নান শিমুল, শাহ মিজান, আরফাতুল মান্নান ঝিনুক, রেজাউল করিম খোকন, মো. রাহাত, হানিফুর রহমান রাসেল, মো. মোস্তাক, শাহ নেওয়াজ, মো. আবছার, ছাত্রলীগ নেতা আদনানুর রহমান, তৌসিফ আহমেদ নূর, রোহান আহমেদ, মিফতাহুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি