‘প্রতিবন্ধীরাও আমাদের সমাজের সম্পদ’

26

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের জন্য বোঝা নয়, তারাও আমাদের সম্পদ। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া প্রতিবন্ধীদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। প্রতিবন্ধীদের কখনোই অবহেলা নয়, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকতে হবে। তিনি গত ১১ মার্চ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা ও আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান পিপলস্ এইড ইন্টারন্যাশনাল, ইউনাইটেড কিংডম এর যৌথ উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী’র আর্ট গ্যালারী হল রুমে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা’র সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পিপলস্ এইড ইন্টারন্যাশনাল, ইউনাইটেড কিংডম এর চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের রেজিষ্টার ডা: উদয় শংকর, চট্টগ্রাম এক্স শাহীন এসোসিয়েশন এর প্রেসিডেন্ট সাইদুল বাকিন, পিপলস্ এইড ইন্টারন্যাশনাল, ইউনাইটেড কিংডম এর পরিচালক সেলিনা আকতার শেলি। বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আনোয়ারুল আজিম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, এড. প্রতাপ পাল, শাহ আলম, মোঃ আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি