পেকুয়ায় একলাবের অরিয়েন্টেশন কর্মশালা

15

পেকুয়া প্রতিনিধি

‘উদ্ভাবনী কাজে লাগাই-ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কক্সবাজারের পেকুয়ায় একলাবের উদ্যোগে এবং জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোধে নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়েছে। গত ২২ মে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদেকুর রহমান ওয়ারেচী মেমোরিয়াল হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহি উদ্দিন মাজেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একলাব কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মুজিবুর রহমান ও টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। এনজিও সংস্থা একলাব ম্যানেজার জাহেদুল আলমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, জহিরুল ইসলাম, পেকয়া জমিদার বাড়ি জামে মডজিদের খতিব আব্দুল খালেক ও টইটং ইউপি সদস্য আব্দুল হক প্রমুখ। এছাড়া পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও সংস্থার প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।