পেকুয়ায় আলো ছড়াচ্ছে রাজাখালী উন্মুক্ত পাঠাগার

2

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার একটি ইউনিয়ন রাজাখালী। এই ইউনিয়নের সবুজ বাজার সংলগ্ন কৃঞ্চচূড়া মোড়ে অবস্থিত রাজাখালী উন্মুক্ত পাঠাগার। এলাকার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সামাজিক বিপ্লবের উদ্যোগে ২০২১ সালের পহেলা জানুয়ারী সর্বস্তরে পাঠের অভ্যাস সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই পাঠাগার, যা এই ইউনিয়নের সর্বপ্রথম পাঠাগার। পাঠাগার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ রক্ষা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচলনা করে আসছে।
সম্প্রতি রাজাখালী ফেজুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ে ‘একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ১৫০জন স্কুল শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা মূলক কর্মশালা ও ৩০০ ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ, এসএম হানিফ, সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর, সাইয়েদ হোসেন ছোটন, মিসবাহ উদ্দিন, রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজ মাহমুদ, সদস্য মোহাম্মদ রেজাউল করিম, শাহারাজ মোহাম্মদ খায়রুল আমিন।