পেকুয়ায় অপহরণ মামলা থেকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে মুক্তি দাবি

27

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়েরকৃত মামলায় এক মাদ্রাসা ছাত্রকে আসামি করায় তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ছাত্রটির পিতা মোহাম্মদ নাছির উদ্দিন। গত শনিবার পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে মামলার আসামি ৬ষ্ট শ্রেণির মাদ্রাসা ছাত্র শওকত হোসেনের পিতা বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়ি ৩নং ওয়ার্ডের নবাব বাপের পাড়ার নাছির উদ্দিন এ সংবাদ সম্মেলন করেন। এতে তিনি মামলাটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে তার সুষ্ঠু তদন্ত কামনা করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১০ মার্চ টইটং রহমানিয়া মাদ্রাসার ছাত্রী সাকিবা জন্নাত লিজাকে অপহরণরে অভিযোগ এনে মেয়েটির পিতা আব্দু শুক্কুর বাদি হয়ে তার ছেলে শওকত হোসেন ও ভাতিজা আশরাফুল ইসলাম সহ আরো দুজনের নাম উল্লেখ করে গত ১৯ মার্চ কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়। শওকত হোসেন পশ্চিম টইটং রহমানিয়া আদর্শ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র। তিনি বলেন, এই বয়সী ছেলে অপহরণ করতে পারে না। অপহরণের নামে তাদের ফাঁসানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শওকত ইব্রাহীমের মা নুরুন নাহার, ভাই সাহাব উদ্দিন ও আশরাফুল ইসলামের পিতা জহিরুল আলম।