পার্কভিউ হসপিটাল ও আন্দরকিল্লা জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির চুক্তি

16

সমাজের উচ্চ থেকে নিম্ন স্তরের সকল শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান পার্কভিউ হসপিটালের বোর্ড রুমে গতকাল সকাল ১১টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রতিনিধি দলে ছিলেন এম ফজল আহমদ হারুন-সভাপতি, বদিউল আলম সৌরভ-সিনিয়র সহ সভাপতি, মাহমুদুল হক পিয়ারু-সহ সভাপতি, মো. ইউনুস-সাধারণ সম্পাদক, এস এম শাহেদুল ইসলাম-যুগ্ম সাধারণ সম্পাদক, এস এম আরিফ চৌধুরী-সাংগঠনিক সম্পাদক, মো. আজিজ উদ্দিন-প্রচার সম্পাদক, মো. জহির রায়হান-সদস্য, রেজাউল করিম মুরাদ-সদস্য। শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম ফজল আহমদ হারুন বলেন, পার্কভিউ হসপিটাল চট্টগ্রামে ইতিমধ্যেই চিকিৎসা সেবার ক্ষেত্রে ব্যাপক সুনাম অর্জন করেছে। পার্কভিউ হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দিকটিও বেশ ভালো। পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এটিএম রেজাউল করিম বলেন, আমাদের প্রধান লক্ষ্য রোগীদের উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা। সে লক্ষ্যে আমরা বিশ্বের বিভিন্ন উন্নত হাসপাতালের ন্যায় ইউরোপিয়ান মেশিন আমাদের পার্কভিউ হসপিটালের সকল ডিপার্টমেন্টে সংযুক্ত করেছি। সমাজের ধনী থেকে দরিদ্র সকলেই যাতে সুলভে উন্নতমানের চিকিৎসা সেবা নিতে পারে সে লক্ষ্যেই মূলতঃ পার্কভিউ হসপিটালের সৃষ্টি। বিশেষ ক্ষেত্রে আমরা অসহায় অনাথদের বিনামূল্য চিকিৎসা সেবাও প্রদান করি। পার্কভিউ হসপিটাল এর অন্যান্যদের মধ্যে ছিলেন ডা. আহামদ রহিম- মেডিকেল ডাইরেক্টর (ল্যাব সার্ভিস), তালুকদার জিয়াউর রহমান শরীফ- জেনারেল ম্যানেজার, মো. হুমায়ুন কবীর-ডেপুটি জেনারেল ম্যানেজার, মো. নাঈমুর রহমান-হেড অফ অপারেশন, মো. জাহেদুল ইসলাম-হেড অফ মার্কেটিং, সরফুদ্দিন আহমেদ-এডমিন অফিসার, আব্দুল্লাহ আল হাসনাইন-এডমিন অফিসার, মো. নিজাম উদ্দিন-সিনিয়র অফিসার মার্কেটিং, মো. দিদারুল ইসলাম অনিক-বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ও মো. জহিরুল ইসলাম সোহেল-মার্কেটিং অফিসার প্রমুখ। বিজ্ঞপ্তি