পাম ওয়েল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইন্দোনেশিয়া

5

 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, আগামী সোমবার থেকে পুনরায় পাম ওয়েল রফতানি শুরু হবে। বৃহস্পতিবার তিনি একথা জানান। ইউক্রেনে যুদ্ধ ও রফতানিতে নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক উদ্ভিজ্জ তেলের বাজারে মুল্য বৃদ্ধি পায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে। গত মাসে পাম ওয়েল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ইন্দোনেশিয়া। দেশের বাজারের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়। এক অনলাইন ব্রিফিংয়ে ইন্দোনেশীয় প্রেসিডেন্ট বলেন, রান্নার তেলের সরবরাহের ভিত্তিতে এবং পাম ওয়েল খাতে ১ কোটি ৭০ লাখ মানুষ- কৃষক ও সহযোগী শ্রমিকদের কথা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি সোমবার (২৩ মে) থেকে রান্নার তেল রফতানি পুনরায় চালু হবে। তিনি আরও বলেন, সরকার সবকিছু নিবিড়ভাবে তদারকি করবে যাতে করে সাশ্রয়ী মূল্য চাহিদা মেটানো যায়। নিষেধাজ্ঞা জারির পর কর্তৃপক্ষ তা কঠোরভাবে বাস্তবায়ন করে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী পাম ওয়েল বহনকারী একটি ট্যাংকার জব্দ করে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর উইদোদো জানিয়েছিলেন, দেশের ২৭ কোটি মানুষের সরবরাহ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।