পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পরিহার করুন : আবু সুফিয়ান

10

চট্টগ্রাম ওয়াসা কর্তৃক ৬ মাসের মাথায় আবারো পানির মূল্যবৃদ্ধির ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। এক বিবৃতিতে তিনি অবিলম্বে মূল্যবৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে নগরীতে পর্যাপ্ত পানি সরবরাহের দাবি জানান। তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন পাগলা ঘোড়ার দৌরাত্ম্যে এমনিতেই জনজীবনে নাভিশ্বাস উঠেছে। দফায় দফায় বেড়েছে গ্যাস ও বিদ্যুৎ এর দামও। মানুষ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মুল্যবৃদ্ধির যন্ত্রণায় কাতর, সেখানে নতুন করে পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। চট্টগ্রাম ওয়াসার অধিকাংশ গ্রাহকই সাধারণ মধ্যবিত্ত ও নি¤œআয়ের মানুষ। এ অবস্থায় আবারো পানির দাম বাড়ানো অযৌক্তিক। প্রতি ইউনিটের জন্য আবাসিক গ্রাহকের পানির দাম ১৩ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা ও বাণিজ্যিকে ৩১ টাকা ৮২ পয়সা থেকে ৩৭ টাকা করা হচ্ছে। সেই হিসেবে আবাসিকে পানির দাম একলাফে ৩৮ শতাংশ এবং বাণিজ্যিকে ১৬ শতাংশ বেড়ে যাবে। চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানির ৮৮ শতাংশই আবাসিক গ্রাহক। চট্টগ্রাম ওয়াসা দিনে চাহিদার মাত্র ৪২ শতাংশ পানি সরবরাহ করতে পারে। যে কারণে নগরীর অধিকাংশ এলাকায় পানির জন্য হাহাকার চলছে। আর চট্টগ্রাম ওয়াসা পানির প্রাপ্যতা নিশ্চিত না করে নতুন নতুন প্রকল্পের কথা বলে নগরবাসীকে বারবার বিভ্রান্ত করছে এবং মূল্যবৃদ্ধির কথা বলে ওয়াসার অভ্যন্তরে পানি চুরি ও মিটার রিডারদের অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে। ভুতুড়ে বিল ও অতিরিক্ত বিল দিয়ে গ্রাহকদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। পানি অপচয় রোধ, চুরি বন্ধ, বিলিং ব্যবস্থার ত্রæটি দূর ও সিস্টেম লস বন্ধ না করে উৎপাদন খরচ বেড়েছে অজুহাতে ভোক্তাদের উপর পানির মূল্য বাড়ানোর প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পানির মূল্য বৃদ্ধি না করে বরঞ্চ ওয়াসার উচিত সিস্টেম লস ও দুর্নীতি বন্ধ করে অন্যান্য খরচ কমানো। তিনি অবিলম্বে পানির মূল্যবৃদ্ধির এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি