পাখিটা

20

জলের কাছে ডুবসাঁতার বন্দক রেখে
পানকৌড়ি হতে চেয়েছিল কবি।
দিনশেষে সে হলো
পরিমিত খাঁচায় পোষা তোতাপাখি।
রাষ্ট্রীয় কোষাগারে বসে এখন
খায়-দায় আর দুবেলা রেওয়াজ করে
শেখানো বুলি।
পাখিটা বেশ সুখে আছে
খাঁচাটা সমুদ্র ভেবে,
জলের কারিকুরি ভুলে যায়
খাঁচায় পোষমানা সব পাখি।