পশুর হাটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা নয়

15

 

প্রতিবার পশুর হাটকে কেন্দ্র করে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটে তা রোধে এখন থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সেসব রোধ করা সম্ভব হবে। প্রতিবছর কোরবানির পশুর হাটগুলোতে যেভাবে অজ্ঞান পার্টি, ছিনতাইকারীচক্র ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে যায়, তা রোধ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি আমরা প্রত্যাশা করি। আইন রক্ষাকারী সংস্থার সার্বক্ষণিক নজরদারি এবং সিসিটিভি ও জাল টাকা শনাক্ত করার মেশিন রাখার ব্যবস্থা করা হলে এবং পথে পথে চাঁদাবাজি কিংবা এক হাটের গরু অন্য হাটে জোর করে নামিয়ে নেওয়া প্রতিরোধ করা সম্ভব হলে কোরবানির পশুর দাম মানুষের নাগালের মধ্যে থাকবে। মানুষ স্বস্তিতে কোরবানির পশুর হাট থেকে নিজেদের পছন্দের পশু ক্রয় করতে পারবে এবং ব্যবসায়ীরাও নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন।
মিনহাজুল ইসলাম (সঞ্জয়)
চকবাজার, চট্টগ্রাম।