পটিয়া নবাগত ইউএনও’র সাথে পৌর মেয়র ও কাউন্সিলরদের মতবিনিময়

12

পটিয়া প্রতিনিধি

পটিয়া নবাগত ইউএনও’র সাথে পৌর মেয়র ও কাউন্সিলরদের মতবিনিময় গত ২ জুন অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলার নবাগত নিবার্হী অফিসার আতিকুল মামুন, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল ও কাউন্সিলররা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পৌরসভা মেয়রের কার্যালয়ে এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা পৌরসভা, উপজেলার বিভিন্ন কার্যক্রম এবং সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, নবাগত ইউএনও আতিকুল মামুন, কাউন্সিলর শফিউল আলম, ছরওয়ার কামাল রাজীব, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ নেতৃবৃন্দ। এ সময় নবাগত ইউএনও আতিকুল মামুন বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়নের ধারা সাধারন জনগনের কাছে পৌঁছে দিয়ে মেয়র, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে।
পটিয়া উপজেলা ও পৌরসভার উন্নয়নের স্বার্থে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এছাড়া সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার শেখ তৌফিকুুর রহমানের সাথে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুলের মতবিনিময় অনুষ্ঠিত হয়। পৌরসভায় হলরুমে মতনিমিয় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, ছরওয়ার কামাল রাজীব, চট্টগ্রাম নাগরিক কমিটির যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, জামশেদ আলম, মামুনুর রশীদ তরফদার, নুরুল ইসলাম, মোহাম্মদ সোলায়মান, সৈয়দ নুরুল আবছার, মোহাম্মদ মাহাবুব আলম, মোহাম্মদ আলমগীর, মনজুর আলম, আব্বাস আহমেদ ছিদ্দীকী, দেবর্ষি চক্রবর্তী, মফিজুর রহমান, মজিবুল ইসলাম মীরু, মোহাম্মদ ইরফান, টিটু কান্তি দেব, সীমান্ত চক্রবর্তী, ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ ইসমাঈল, খায়ের আহমদ, আমির হোসেন, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ সাইফুল্লাহ পলাশ, তারেকুর রহমান, মোহাম্মদ নাজিম উদ্দীন, মো. আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ রেজাউল করিমসহ নেতৃবৃন্দ।