পটিয়া আমির ভান্ডারের ওরশ উপলক্ষে সভা

21

পটিয়া প্রতিনিধি

পটিয়া আমির ভান্ডারে নিষিদ্ধ করা হয়েছে মাইক, ডিজে পার্টি, আতশবাজি, বেপরোয়া নৃত্যসহ ক্ষতিকর বিষয়গুলো। গত বছরের ১৯ নভেম্বরের সিদ্ধান্ত মোতাবেক রবিবার সন্ধ্যায় আয়োজিত সমন্বয় সভায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। সভায় আরো জানানো হয়- দরবারে নেয়ার সময় পশুকে উত্যক্ত করা, পাগল করা, সুই মারা, অতিরিক্ত রশি বেঁধে পশুকে কষ্ট দেয়া, পশুর কানে ঢোলের শব্দ দিয়ে পাগল করা যাবে না। সভার মোতাবেক আমির ভান্ডারে ২০২৩ মাইকমুক্ত বছর বলে ঘোষণা করা হয়। সভায় আমির ভান্ডার দরবার শরীফের প্রধান বার্ষিক ওরশ আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সভায় জানানো হয়, দরবার এলাকায় মেলা, কোন ধরনের জুয়া, চাঁদাবাজি, বিশৃঙ্খলা রোধে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সভায় প্রধান অতিথি পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, আমির ভান্ডার দরবার শরীফের এ প্রধান ওরশ শরীফ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে সার্বিক সহায়তা দেয়া হবে। সভায় বক্তব্য রাখেন, শাহজাদা মৌলানা মামুনুর রশিদ শাহ্ আমিরী, ওরশ পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন পদ্মা, সদস্য সচিব পৌর কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, সিরাজুল মোস্তফা শাহ্ আমিরী, শাহজাদা আরিফুজ্জামান শাহ্ আমিরী, খলিলুজ্জামান শিবলু শাহ্ আমিরী, একরামুল হক শাহ্ আমিরী, ফানাফিল্লাহ শাহ্ আমিরী, মহিউদ্দীন শাহ্ আমিরী, আসাদুজ্জামান শাহ্ তানিম আমিরী প্রমুখ।