উপজেলা নির্বাচন দলীয় নেতা-কর্মীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ

4

আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে পটিয়া উপজেলা আওয়ামী লীগের এক প্রতিনিধি সভা ২৫ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নাসির, সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আ ম ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. আব্দুর রশীদ, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ফরিদ, আব্দুল খালেদ, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ইউনুচ খান জসীম, বিমল মিত্র, ঋষি বিশ্বাস, এস এম মোরশেদ উল্লাহ, বেলাল উদ্দীন, আজিমুল হক, আবু সুফিয়ান টিপু, আমিনুল ইসলাম খান টিপু চেয়ারম্যান, এম এ হাসেম, নাছির উদ্দীন, জসীম উদ্দীন, সৈয়দ নুরুল আবছার, সাজেদা বেগম প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়ে নেতৃবৃন্দ বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নয়। আওয়ামী লীগ দলীয়ভাবে কাউকে সমর্থন দেবে না। এর ফলে নির্বাচনে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মধ্য থেকে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কারো হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। বিজ্ঞপ্তি