পটিয়ায় মাদ্রাসার ভবন নির্মাণে বাধার অভিযোগ, বিক্ষোভ সমাবেশ

9

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে হযরত ছিকন খলিফা দাখিল মাদ্রাসার একটি ভবন নির্মাণ কাজের ঠিকাদার থেকে চাঁদা না পেয়ে কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় মাসুদুল ইসলাম রিপন (২৭) ও মোহাম্মদ মিজান খাঁন (৩০) নামের দুইজন আহত হয়েছেন। এরমধ্যে আহত মাসুদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় গত ১৩ জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে নাগরিক পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। জানা গেছে, ছিকন খলিফা দাখিল মাদ্রাসার একটি ভবন নির্মাণ কাজের সরকার ৩ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ দেন।
জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ভিত্তিপ্রস্থও স্থাপনের পর কাজ শুরু করা হলে হামলাকারীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে সরকারি এ ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় মাদ্রাসা ভবন নির্মাণ কাজের সুপারভাইজার বাদী হয় স্থানীয় বিএনপি নেতা দিদারুল আলম সিকদার (৪০), মনজুরুল আলম সিকদার (৩৮), আলী আজগর সিকদার প্রকাশ সোহেল (৩০), জসিম উদ্দিন (৩৮), আবদুস সোবহান (৩৬), ওমর আরমান সিকদার (৩০), ওমর এমরান সিকদার (৩০), আলী হোসেন ছোটন (২৯), আবদুল মালেকের (৪৫) বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে গতকাল অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল এবং হামলার প্রতিবাদ ও তাদের গ্রেফতারের দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ইদ্রিস মিয়া, ছনহরা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রশিদ দৌলতী, হাজী মোহাম্মদ আবু জাফর, মৌলনা ইউছুপ জিলানী, মোহাম্মদ আনোয়ার উদ্দিন, ছাত্রনেতা আবদুল হান্নান, মোহাম্মদ হারুন মাষ্টার, মীর মদন, কোরবান আলী, মোহাম্মদ নাজিম, জায়হেদুল হক, ইকবাল হোসেন, ফাতেমা বেগম, শাহীন আকতার, মওলানা শরীফ উল্লাহ, মাস্টার রাসেল বড়ুয়া, মওলানা নুরুল আবছার, মওলানা আবদুল মাবুদ, হেলাল উদ্দিন, মামুনুর রশিদ, আবদুল করিম।