পটিয়ায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন

31

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটিয়াতেও বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী রোপনের কার্যক্রম উদ্বোধন করেন। এর পর চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী পটিয়াতে আনুষ্ঠানিকভাবে বনজ, ফলজ এবং ওষধি বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেন। দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জ ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ২০ হাজার ৩শ বৃক্ষ চারা রোপন করা হয়। এ সময় তিনি বলেন, জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১ কোটি চারা রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া বন রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, হুইপের বন বিভাগের প্রতিনিধি জিতেন জান্তি গুহ, পটিয়া পৌরসভা আ.লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, হুইপের ভাই মুজিবুল হক চৌধুরী নবাব, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কাউন্সিলর গোফরান রানা, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম, ইয়াছমিন আকতার, বুলবুল আকতার, এনাম মজুমদার।