পটিয়ায় গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার অভিষেক

143

গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার পটিয়ার একটি কনভেনশন সেন্টারে মুহাম্মদ কমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অভিষেক প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ ছগির চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি সিরাজুল হক, সহসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হামিদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এড. মোসাহেব উদ্দিন বখতেয়ার, মাহবুবুল হক খান ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী সিকদার।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আবদুস ছত্তার চৌধুরী, উপদেষ্টা সদস্য মৌলানা আবদুস ছবুর চৌধুরী, কমিটির সিনিয়র সহ-সভাপতি ছগির চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ওবাইদুল হক, সহ-সভাপতি নেজাবত আলী বাবুল, তাহের হোসাইন চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মদ জাফর, আবুল মনছুর, খোরশেদ আলম রেজভী, হারুনুর রশিদ, হাবিব উল্লাহ মাস্টার, শেখ মুহাম্মদ ছালাউদ্দিন, অধ্যক্ষ এমএ মান্নান চৌধুরী, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা আবদুল গফুর খান, গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আবদুল মান্নান, নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, নাজিম উদ্দিন, মাহবুবুল আলম, আবু তাহের মোজাহেদী, কার্য নির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম চৌধুরী শামীম, আবু ছৈয়দ, মনছুরুল রহমান, আবদুর রহিম সিরাজী, জাকির হোসেন মেম্বার, চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।
আনজুমানে রহমানিয়া হযরত শাহেন শাহ সিরিকুটি (র.) অনুসারী হয়ে জামেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম নগরীর ষোলশহরে প্রতিষ্ঠা করা হয়। সে মাদ্রাসা থেকে হযরত শাহেন শাহ সিরিকূটি আদর্শ অনুস্মরনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাউসিয়া কমিটি বাংলাদেশসহ সুন্নতের অনুসারীরা ইসলামের খেতমত করে যাচ্ছে। তাই আউলিয়া কেরাম ও বুজুরগানি দ্বীনের আদর্শ বাস্তবায়নে গাউসিয়া কমিটি বাংলাদেশের পতাকা তলে সমবেত হয়ে নিজেদের ইমাম ও আকিদাকে মজবুদ করার জন্য সকলের প্রতি আহবান জানান।