পটিয়ায় করোনা রোগীদের পাশে ছাত্রলীগের অক্সিজেন সাপোর্ট টিম

28

রোগীদের পাশে ছাত্রলীগের পটিয়া অক্সিজেন সাপোর্ট টিম। যেখান থেকে ফোন পাচ্ছেন, সেখানেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন ছাত্রলীগের ২২ সদস্য বিশিষ্ট অক্সিজেন সাপোর্ট টিম। করোনাকালে চিকিৎসাসেবা বঞ্চিতদের পাশে থাকতে কাজ করছে এ টিম। তাদের হাতে অক্সিজেন সিলিন্ডার ছাড়াও অক্সিমিটার, প্রেশার মেশিন, পালস্ মিটার দিয়ে সেবা দেয়া হচ্ছে। বিনামূল্যে দেয়া হচ্ছে মাস্ক। পটিয়া পৌরসভা ও উপজেলার ১৭ ইউনিয়নে ২২জন কর্মী নিয়ে অক্সিজেন সাপোর্ট টিমে কাজ করছে। জানা গেছে, খবর পেলেই অক্সিজেনসহ প্রয়োজনীয় সাপোর্ট নিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় ছুটে চলছে পটিয়া অক্সিজেন সাপোর্ট টিম। বাংলাদেশ ছাত্রলীগের পটিয়ার প্রবীণ ও নবীণ নেতাকর্মীদের উদ্যোগে অক্সিজেন সাপোর্ট টিম গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে পটিয়ার এক অভিজাত রেঁস্তোরায় মতবিনিময় সভা এ তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সদস্য ও উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, পটিয়া সেন্ট্রাল হসপিটালের ম্যানেজার ঝুলন দত্ত, অক্সিজেন সাপোর্ট টিম পটিয়ার উদ্যাক্তা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সোহেল, অভিজিত ভট্টচার্য্য, সমন্বয়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সেলিম উদ্দিন, সহ-সমন্বয়ক ছাত্রনেতা রবিউল হাসান সাকিল, নাঈম উদ্দিন রিপন, সদস্য তানভীর হাসান, তৌহিদুল ইসলাম তৌহিদ, সুজন সর্দ্দার, সুমন সর্দ্দার, শিমুল চক্রবর্ত্তী, সাকিব উদ্দিন, বেলাল উদ্দিন, রাসেদুল ইসলাম, মো. নাঈম, শাহেদুল ইসলাম সাহি।
মতবিনময় সভায় দক্ষিণ জেলা আ.লীগের সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী বলেন, করোনা মোকাবেলা করতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন পটিয়াসহ সারা দেশে স্বেচ্ছাশ্রমে কাজ করছে। পটিয়াতে ছাত্রলীগের প্রবীণ ও নবীন নেতাদের নিয়ে করোনা মোকাবেলা করতে যে মানবিক কাজ চলছে তা অত্যন্ত প্রশংসনীয়।