পটিয়ায় ঈদের মার্কেট যানজটমুক্ত রাখতে আনসার টিম নিয়োগ

8

পটিয়া প্রতিনিধি

ঈদে মার্কেট যানজট মুক্ত রাখতে পটিয়া পৌরসভার বিশেষ ব্যবস্থা নিয়েছেন। এরই অংশ হিসেবে মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসদরে যানজট নিরসন ও সার্বিক আইনশৃংখলা রক্ষায় একটি আনসার টিম নিয়োগ দিয়েছেন পৌরকর্তৃপক্ষ। গত মঙ্গলবার সকালে পৌরভবনের সামনে এ উপলক্ষে আয়োজিত এক আনসার সদস্যদের দায়িত্ব বন্টন করেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। এ টিম পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত টহল দিবেন এবং ভ্রম্যামাণ দোকানপাঠ, অবৈধ পার্কিং উচ্ছেদ করে যান ও ক্রেতাদের যাতায়াত নির্বিঘ্ন করবেন। গত মঙ্গলবার সকালে আনসার সদস্যদের কাছে আনুষ্ঠনিকভাবে দায়িত্ব বন্টন করেন পৌর মেয়র আইয়ুব বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব নেজামুল হক, পটিয়া ট্রাফিক বিভাগের পরিদর্শক জিল্লুর রহমান, পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, পৌর কাউন্সিলর গোফরান রানা, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সৈয়দুল হক, সাইফুল ইসলাম, শাওন রাহী প্রমুখ। এ সময় মেয়র বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটিয়ার সর্বত্র ধর্মপ্রাণ মুসলমানদের সকল প্রকার হয়রানি, চাঁদাবাজি, ছিনতাই ও যানজট মুক্ত নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করার জন্য পৌরসভা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাছাড়া এসকল আনসার সদস্যরা কিশোর গ্যাংয়ের উ’পাত বন্ধ ও যানজটমুক্ত পৌরশহর গড়তে সার্বিক সহযোগিতা দিয়ে যাবেন। পটিয়া পৌরসভা এই প্রথম বারের মত এ ধরনের উদ্যোগ নিয়েছেন।