নৌপথে প্রাণ পণ্য নিয়ে প্রথম চালান ভারতে

13

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নৌ প্রটোকল চুক্তির আওতায় প্রাণ পণ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার নরসিংদীর পলাশে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্য পাঠানো উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডবিøউটিএ। নিজেদের পণ্য পাঠানোর মাধ্যমে এ সুযোগটি গ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান হিসেবে শুরুতে প্রাণ গ্রুপের ৪০০০০ কার্টন লিচি ড্রিংক প্রাণ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক থেকে ১৬ মার্চ রওনা হয়ে নারায়নগঞ্জ থেকে খুলনার শেখবাড়িয়া হয়ে কলকাতা বন্দরের টিটি শেডে গিয়ে পৌছাবে। নারায়নগঞ্জ-কলকাতা নৌরুটে এই খাদ্যপণ্য যেতে ৭১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই পরিমাণ পণ্য স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি করলে ৪০টি ট্রাকের প্রয়োজন হতো। এতে সড়ক পথের উপর চাপ কমবে ও নৌপথে খাদ্যপণ্য রপ্তানীর মাধ্যমে ভারতে বাংলাদেশের বাণিজ্য আরও ব্যাপকভাবে প্রসার ঘটবে। পাশাপাশি নৌপথে পণ্য পরিবহন হলে স্বল্প খরচে কোনরূপ প্রতিবন্ধকতা ছাড়া সহজেই বিপুল পরিমান পণ্য রপ্তানী করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি