নৃত্যাঞ্চল সংগীত নিকেতন উদ্বোধন

4

 

নৃত্য ও তবলা শিক্ষার অনন্য প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের উদ্বোধন অনুষ্ঠান গত ১৫ এপ্রিল আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগীত নিকেতনের উপদেষ্টা অ্যাড. শুভাশীষ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি শিক্ষানুরাগী ঝুন্টু চৌধুরী, প্রধান বক্তা ছিলেন বাগীশিক’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণি, বিশেষ অতিথি ছিলেন অরবিট গ্রুপের জিএম বাসু চৌধুরী, চট্টগ্রাম হোমিওপ্যাথি চিকিৎসক কল্যাণ সোসাইটির সভাপতি ডা. রতন চক্রবর্তী, শিক্ষক সমর কান্তি দাশ, আইনজীবী অসিত দত্ত, মেঘমাল্লা সংগীত একাডেমির পরিচালক শিল্পী প্রত্যয় বড়ুয়া অভি। ঐতিহ্য সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক লাভলু চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সুমি চক্রবর্তী ও সহকারি পরিচালক প্রীতম আচার্য্য। আরো উপস্থিত ছিলেন সঞ্জয় চক্রবর্তী, রুপ্লব গুপ্ত, জয়ন্ত চৌধুরী, শ্রাবণ চক্রবর্তী, অর্ক ধর। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রত্যয় বড়ুয়া অভি, সীমা দাশ ও প্রেরণা আচার্য্য। নৃত্য পরিবেশন করেন সপ্তমা চক্রবর্তী, সুস্মিতা সিকদার, প্রথমা দাশ, দিব্যা চক্রবর্তী, দেবস্মিতা দেবনাথ, অংশিতা দাশ, তূর্ণা চৌধুরী, চন্দ্রিমা আচার্য, আবৃত্তি দেব, বর্ষা ধর, তৃষা চক্রবর্তী, শ্রাবণী কর্মকার, তনুশ্রী মহাজন, অংকিতা মহাজন, শিব আচার্য, সৌম্য চক্রবর্তী, পরমা আচার্য, আরোহী তালুকদার, অত্রিকা পাল, সৃজা কর্মকার, আরাধ্যা আচার্য, দেবস্মি বৈদ্য ও রাখি দাশ। উল্লেখ্য, নৃত্যাঞ্চল সংগীত নিকেতনে প্রতি সোমবার বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি